• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আমদানি-রফতানি সহজ করতে এনবিআরের নতুন উদ্যোগ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: একই প্লাটফর্মে ৩৯টি সরকারি প্রতিষ্ঠানের ২০৮টি সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এতে আমদানি-রফতানি সংক্রান্ত কাজ সহজ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন।

তিনি বলেন, এনবিআরের নেতৃত্বে নতুন এ প্রকল্প ‘বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উনডো (এনএসডব্লিউ)’ গ্রহণ করা হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতোবাচক প্রভাব পড়বে।

রোববার সকালে হবিগঞ্জের দ্যা প্যালেস রিসোর্টে এনবিআর আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইনডো কর্মশালায় স্কাইপিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, আইএফসির বিশেষজ্ঞ নুসরত নাহিদ বাবি।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ প্রকল্প বাস্তবায়ন হলে আমদানি-রফতানি সংক্রান্ত কাজে আমদানি-রফতানিকারকরা চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ ৩৯ প্রতিষ্ঠানের সেবা একই প্লাটফর্মে পাবে।

অনুষ্ঠানে এনবিআর, কাস্টমস, এসএসডাবলিও, পিসিআই, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ