• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে পুলিশের বাড়ীতে ডাকাতির চেষ্টা, আটক ৪

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির চেষ্টা কালে গ্রামবাসীর হাতে ডাকাতদল পাকড়াও হয়েছে। এ সময় গ্রামবাসী ৪ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দিনগত রাত আড়াইটায় উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রাম থেকে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।

আটককৃত ডাকাতদ্বয় হল, হবিগঞ্জ উপজেলার রায়দর গ্রামের তোফাজ্জ¦ল মিয়া (২২), একই গ্রামের নয়ন মিয়া (২০), চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সবুজ মিয়া (২২) ও বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের রুহুল আমিন (২১)।

জানা যায়, সিলেটে কর্মরত পুলিশ সদস্য এম এ হামিদের বাড়ির সামনে রাত আড়াইটার দিকে চার ডাকাতকে ঘুরাঘুরি করতে দেখে একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ছাহেব আলী। পরে গ্রামের লোকজনদের সাথে নিয়ে ডাকাতদের আটক করে বসির মুরুব্বীর বাড়িতে নিয়ে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা পালাতে পারেনি। তাদের সাথে থাকা পাউডার ও তালা ভাঙ্গার সরঞ্জামাদী ধান ক্ষেতে ফেলে দেয় তারা। গ্রামবাসীর কাছে তারা স্বীকার করে, পুলিশ সদস্যের বাড়িতে থাকা মাইক্রোবাস, সিএনজি নিতে বাড়িতে প্রবেশ করছিল।

খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চার ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।

বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জহির মিয়া জানান, গ্রামবাসী তাদের সন্দেহজনক ভাবে আটক করেছে। তারা ডাকাত নয়, তবে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাদে জানা যায় তারা চোর। জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ