• Youtube
  • English Version
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শিক্ষাই হবে মেগাপ্রকল্প

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

করাঙ্গীনিউজ:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ কেমন হবে, আমাদের সন্তানেরা এবং তাদের সন্তানেরা কেমন বাংলাদেশ গড়ে তুলবে- তা নির্ভর করবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারি তার ওপর।

তিনি বলেন, ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেটে জাতির পিতা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষানীতি চালু হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে শিক্ষাই হবে সবচেয়ে বড় এবং মেগাপ্রকল্প।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদম শরীফ উচ্চ বিদ্যালয় এবং চারু কলা ইনস্টিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৪৭নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, নারীর ক্ষমতায়নের জন্য প্রত্যেক মাকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এক কোটি ৩০ লাখ মাকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। জাতির পিতা ১৯৭৩ সালে ১৯৩টি বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ৩৬ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ